আমার ব্যাপারে

নমস্কার! আমি কে? কেউ নই, কেউকেটা তো একেবারেই নই। আমি স্রেফ শান্তশিষ্ট, ল্যাজ বিশিষ্ট… এই না না, ভুল হলো, ল্যাজ বিহীন ক্ষুদ্রকায় এক সামান্য মানুষ। কিছুটা অতিরঞ্জিত ব্যক্তি, ব্যক্তিত্ব এখনও হয়ে উঠতে পারি নাই। পেশায় বেকার, নেশায় মাতাল, এবং তাই এই ব্যক্তিজীবনের অব্যক্ত কথা-কাহিনী নিয়ে শব্দের জাল বুনে আপনাদের সামনে উপস্থাপন করছি। শখের মধ্যে লেখা ও বই পড়া ছাড়াও বেশ কিছু অকাজের ও অপকর্মের ব্যর্থ অপপ্রচেষ্টা করে থাকি আমার বেকারত্বের চিরাচরিত অবসরে। অর্থাৎ বুঝতেই পারছেন, আমি হলাম গিয়ে সর্বঘাটের কাঁঠালি কলা। যা লিখি তা, পাগলের প্রলাপ নাকি সত্যিই সাহিত্য সে বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম।

— দিশাহীন ধ্রুবতারা

Had enough of him? Let him be while I introduce myself formally.

I am Subhajit Maity, a pro-humanist and agnosticist in my late twenties. Professionally, I am a computer science researcher at the University of Central Florida. Although I am moving to Florida, I spent the first two and half decades of my life in Kolkata and here and there in West Bengal, growing up in an average middle-class Bengali household which particularly influenced my cultural and ethical values and the sense of the sociological and psychological heritage in me. I particularly love to read and travel with a camera in an effort to capture the vast beauty of the universe. Being a serious hobbyist, I have been a Jack of all trades and I mastered some of the crafts. Keeping the habit of reading and photography aside, I have tried my fair share of hands-on arts and crafts, performing arts, voice-over, and graphics design. While writing has been one of my earlier hobbies, I could not write well in my childhood. But, writing the research papers as a professional, I believe to have come a long way since then. That being said, I tried to capture the intricacies and beauties of human life in my pen name, দিশাহীন ধ্রুবতারা, and this website bears the evidence of the same. Hope, you enjoy your visit here. Feel free to connect with me here.